প্রেসবিজ্ঞপ্তি: কেজিসি ‘৯৬ ফ্রেণ্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে, কুষ্টিয়া সরকারি কলেজ এইচ এস সি ‘৯৬ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজন ও অংশগ্রহণে গত ১৯ আগস্ট ২০২২ তারিখ রোজ শুক্রবার স্থানীয় রাইফেল ক্লাব মিলনায়তনে দীর্ঘ ২৬ বছর পর ‘বন্ধু মিলনমেলা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুপ্রেরণা যুগিয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক পরম শ্রদ্ধেয় মো: আতিয়ার রহমান। শুরুতেই অকাল প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিবিড় অনুভূতি ও প্রাণের টানে দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে ছুটে আসা বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠানের সভাপতি আমেরিকা প্রবাসী সাদিক রহমান-এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে দিনের সূচনা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো: হাবিবুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মিলনমেলা আয়োজন কমিটির আহ্বায়ক শিশির বেকারীর ব্যবস্থাপনা পরিচালক আল্লামা তানভীর শিশির।
এছাড়াও বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী এনামুল হক ঝংকার ও অর্থ ব্যবস্থাপক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যাণ্ড জেনেটিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধু ড. শর্মিষ্ঠা হোসেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল বন্ধুই তাদের পরিচয়সহ গুরুত্বপূর্ণ মতামত ও অভিব্যক্তি প্রকাশ করেন। মিলনমেলায় প্রায় ১৩০ জন বন্ধু অংশগ্রহণ করেন। যেখানে উল্লেখযোগ্য সংখ্যক বন্ধু পরিবার তথা স্বামী, স্ত্রী ও সন্তানসহ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলো বন্ধু পত্নী ও সন্তানদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। ছিলো র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যা সকল অংশগ্রহণকারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক হয়েছে। আয়োজনটিকে সফল ও সমৃদ্ধ করতে বন্ধুদের মধ্য থেকেই পৃষ্ঠপোষকতা করেন ডা. সাজু, মো: শামসুর রহমান (বাপ্পি), সাইদ, খোকা, শিশির. ডাক্তার আল-মামুন, ডাক্তার হোসেন ইমান, শিপলু, টপি,এ,এইচ,এম আশরাফুল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক কাইয়ুম, মোঃ মুস্তাফিজুর রহমান খোকন,শাহীন, রানা ফরাজি, মাহফুজ, জুয়েল,মিথুন, শিরীন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post