গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের ১০টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় পৌর সচিব পীযূষ কান্তি রায়সহ জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post