গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে কোটালীপাড়ায় বীর মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার ।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য, আবুল কালাম দাড়িয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৭শত বীর মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এই ৭শত বীর মুক্তিযোদ্ধার হাতে শীতবস্ত্র তুলে দেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post