আদালতের আদেশে পিতৃ পরিচয় পেল জন্ম নেওয়া শিশু
ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম ঢালী নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এছাড়াও ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানকে পিতৃ পরিচয় দেওয়ার সিদ্ধান্ত দেয় আদালত। এসময় আসামী রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেস্বর) খুলনা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আঃ সালাম খান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ।
আদালত সূত্র জানায়, আসামি রফিকুল ইসলাম ঢালী ও ভিকটিম মহানগরীর ছোট বয়রা গোলদারপাড়া এলাকার বাসিন্দা ও পরস্পর প্রতিবেশী। ধর্ষণের শিকার ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০০৯ সালের ২৬ আগস্ট থেকে একই বছরের ১৬ অক্টেবর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে।
এতে ভিকটিম অন্তসত্বা হয়ে পড়লে আসামিকে বিয়ের জন্য চাপ দিলে আসামি তাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। পরবর্তীতে ভিকটিম রফিকুল ইসালাম ঢালীকে আসামি করে সোনাডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
সোনাডঙ্গা থানার এসআই মুনসুর শফিকুল ইসলাম ২০১০ সালের ২৬ জানুয়ারি রফিকুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ বলেন, রায়ে সন্তুষ্ট। ধর্ষণের ফলে যে সন্তান জন্ম লাভ করেছে আজ তার বয়স হয়েছে ১২ বছর। এ রায়ের মাধ্যমে ওই সন্তান তার পিতৃ পরিচয় পেয়েছে। এটা তার জন্য বড় প্রাপ্তি।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২২,২০২২//

Discussion about this post