খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাষ রঞ্জন হাওলাদার জানান, মৃত মঞ্জনার বয়স ৬৮ বছর। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়।
তিনি আরও জানান, ১৩৪ দিন পর খুলনায় করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে । এর আগে সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি করোনা পজিটিভ হয়ে একজন রোগী মারা গিয়েছিল।
হাসপাতালে বর্তমানে ৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে একজন রেড জোনে, একজন আইসিইউতে এবং একজন ইয়েলো জোনে রয়েছে বলেও জানান তিনি।
এ দিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় ৭২ জনের নমুনা সংগ্রহে তা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//

Discussion about this post