শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
যথাযোগ্য মর্যাদায় খুলনায় দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির
আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, দিবসটি উদযাপন উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ সকাল ৮ টায় খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা
ও দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রচার করা হবে। বাদ জোহর বা সুবিধাজনক সময়ে নগরীর সকল মসজিদে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যের রূহের মাগফেরাত ও দেশের কল্যাণ, শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
সভায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এরপর ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষ্যে এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে একই স্থানে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post