শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মোঃহাফিজুল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৭ জুন) বিকেল ৪ টার দিকে নগরীর শান্তিধাম মোড়স্থ জনৈক হাসিবের বাড়ির ছাদ ঢালাইয়েরকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাফিজুল খুলনার ডুমুরিয়া উপজেলার বাইনতলা গ্রামের মোঃ বোরহান শেখের ছেলে ।খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
খুলনা থানার এস আই মোঃ ওলিয়ার জানান, নগরীর জাতিসংঘ শিশু পার্কের বিপরীতে জনৈক হাসিবের সাত তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে ২০০ জন শ্রমিক কাজ করছিল। মঙ্গলবার (০৭ জুন) বিকাল ৪ টার দিকে হঠাৎ ঢালাই মিকচার ওঠানোর বাকেট শ্যাপ ভেঙ্গে হাফিজের গায়ের ওপর পড়ে। এ সময় তার ডান পা ও বাম হাত ভেঙ্গে যায়। পিঠের বাম পাশে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক সহযোগীরা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিলে
সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাফিজের মরদেহ ময়না
তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের
কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, ঢালাই মিকচার ওঠানোর কাজে ব্যবহৃত মেশিনের শ্যাপ ভেঙ্গে হাফিজুরের গায়ের ওপর পড়লে তিনি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবরপেয়ে ঘটনাপস্থল পরিদর্শন করেছে পুলিশ। সর্বশেষ লাশের সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post