কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে প্রাইভেট কার থেকে শামসুজ্জামান নামের একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে খোকসা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তি ঢাকা নারায়ণগঞ্জ জেলার পঞ্চ পুটি থানার নারায়ণগঞ্জ গ্রামের নুরুদ্দিনের ছেলে শামসুজ্জামান (৫৫)। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন গাড়ি চালক।
স্থানীয়রা জানান, খোকসা বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দীর্ঘসময় টয়োটা এক্স ফিল্ডার (ঢাকা মেট্রো – গ – ৩১- ৪২৫৭) গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হলে গাড়ির কাছে গিয়ে পিছনের সিটে একজনকে শুয়ে থাকতে দেখেন। বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পর ভিতরের ব্যক্তি সাড়া না দেওয়ায় তারা গাড়ির দরজার লক ভেঙে ডাকাডাকি করেও উঠাতে না পেরে খোকসা থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে থানা পুলিশ মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান নিহত ব্যক্তি একজন গাড়ি চালক ইতিপূর্বেও সে যাত্রী নিয়ে এসে রাতে খোকসা অবস্থান করার পর সকালে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছে।
খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, প্রাইভেট কার থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর কারণ। মরদেহের নিকট থেকে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তার পরিচয় জানা গেছে। এবং ইতিমধ্যে গাড়ির কাগজ দেখে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ আগস্ট ২০২৩

Discussion about this post