মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ জুন) বিকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) শায়খুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
মেলায় আধুনিক ব্যয় সাশ্রয়ী সেচ প্রযুক্তি, ফসল সংগ্রহের ব্যবস্থাপনা প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি, ফসল সংগ্রহত্তোর ব্যবস্থাপনা প্রযুক্তি, উচ্চমূল্য সবজি ও উচ্চমূল্য ফলসহ বিভিন্ন স্টল প্রদর্শিত হয়। এতে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সমাপনী দিনে সেরা স্টল, উদ্ভাবনী প্রযুক্তি এবং সফল কৃষক ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের এসব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন।

Discussion about this post