গাংনী(কুষ্টিয়া) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের ৩ বছর পুর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি।
গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সৌসুমী খানম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে গাংনী উপজেলা পরিষদের সার্বিক সফলতা কামনা করে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন বিশেষ দোয়া ও মোনাজাত পলিচালনা করেন।
দেশতথ্য//এল//

Discussion about this post