গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে ২ দিনব্যাপী অনুষ্ঠিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষ হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমেউপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উক্ত মেলাটি অনুষ্ঠিত হয়।
মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম,গোগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রেমতলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, সহকারী প্রোগ্রামার উপজেলা আইসিটি কর্মকর্তা কামরুন্নাহার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান প্রমূখ।পুরস্কার বিতরণ সভাপটি পরিচালনা করেন গোদাগাড়ী সরকারী কলেজের সাবেক সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান এবিএম কামরুজ্জামান বকুল।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post