সিলেট অফিস:
হাড়কাপানো শীত, কনকনে বাতাস ও ঘনকুয়াশার কারণে রাজধানীর বিমানবন্দরের পরিষেবায় বিঘ্ন ঘটছে। গত ২ জানয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ২১ দিনে ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে আসা বিমানের আন্তর্জাতিক ১৬টি ফ্লাইট ঢাকার বন্দরের পরিবর্তে সিলেট আন্তর্জাতিক বিমানরবন্দরে এসে অবতরণ করে। তবে সিলেটের উদ্দেশ্যে আসা কোনা ফাইটকে অন্যত্র অবতরণ করতে হয়নি।
বিমানবন্দর সূত্র জানায়, ঘনকুয়াশার কারণে গত ২ জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে আসা ৫ টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে এসে অবতরণ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো আবার সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
গত ৪ জানুয়ারি আরব আমিরাতে দুবাই, কাতারের দোহা, শারজাহ, চীন ও সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসা ৫টি ফ্রাইট সিলেটে এসে অবতরণ করে।
গত ১৭ জানুয়ারি বিমানের ২টি ফ্লাইট ঢা্কায় অবতরণ করতে না পেরে সিলেটে এসে অবতরন করে। গত ২০ জানুয়ারি আরো দুটি ফ্লাইট ঢাকার বদলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
সর্বশেষ ২৩ জানুয়ারি সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়ে সিলেটে অবতরণ করে ।
সংশ্লিষ্টরা জানান, উড়োজাহাজগুলোর ওঠানামা মূলত বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমার ওপর নির্ভর করে । সাধারণত রানওয়ের দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটারের নিচে নেমে গেলে ওঠানামা কঠিন হয়ে পড়ে। তখন অন্য কোনো বিমানবন্দরে গিয়ে অবতরণ করতে হয়।
ঘনকুয়াশার কারণে দেশের অন্য বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় সমস্যা হলেও সিলেটে এ মৌসুমে এখনও এ ধরনের সমস্যা হয়নি।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ গণমাধ্যমকে জানান, সিলেটের উদ্দেশ্যে আসা কোনো ফ্লাইট এ মাসে অন্য কোথাও গিয়ে অবতরণ করেনি।
তবে ঢাকার কয়েকটি ফ্লাইট এসে অবতরণ করেছে সিলেটে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো গন্তব্যে চলে গেছে।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৫,২০২৪//

Discussion about this post