ঝিনাইদহ প্রতিনিধি:আগামী ১৮ নভেম্বর ঢাকায় কৃষক সমাবেশ সফল করতে ঝিনাইদহে কৃষক দলের খুলনা বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে কৃষকদল খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষকদল খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ওসমান আলী বিশ্বাসের সভাপতিত্বে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ প্রস্তুতি সভা।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম কবির, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান শিপন, সদস্য নুরুল হুদা খান, কামরান হাসান, খুলনার সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সালাউদ্দিন লিটন, বাগেরহাচের আসাফ উদৌলা ইসলাম, যশোরের সালাউদ্দিন, নড়াইরের নবীর হোসেন, কুষ্টিয়ার আরিফুর রহমান সুমন, মেহেরপুরের মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গার তবারক হোসেন, মাগুরার রুবায়েত হোসেন।
সভায় বক্তারা, আগামী ১৮ নভেম্বর ঢাকায় কৃষক সমাবেশ সফল করতে প্রতি জেলা থেকে নেতাকর্মীদের যাওয়ার আহ্বান জানান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post