ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে শহরের ডিসিকোর্ট এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মনিরা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন’র মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক মঞ্জুর মোর্শেদ, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার।
এসময় প্রধান অতিথি এ কে এম সোহেল তার বক্তব্যে বলেন, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জেলায় দুদকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

Discussion about this post