মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ রাস্তার পাশে গাড়ী থামানোর জায়গা না থাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্মার্ট একাডেমীর শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তার মধ্যে গাড়ী থামিয়ে ওঠা-নামা করতে হচ্ছে। এতে দূর্ঘনার আতংকে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজের লোকজনের দাবীর প্রেক্ষিতে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে গাড়িতে (সিএনজি, অটোরিকশায়) উঠানামার ব্যাবস্থা করার উদ্যেগ নেয় স্কুল কর্তৃপক্ষ। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানা গেছে।
গতকাল ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে স্মার্ট একাডেমীর সামনে গিয়ে দেখা যায়, রাস্তা দিয়ে দ্রুত গতিতে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। এর মধ্যে স্কুল ছুটির সাথে সাথে অভিভাবকরা সিএনজি, অটোরিক্সা নিয়ে শিক্ষার্থীদের নিতে আসে। কিন্তু রাস্তার পাশে আটোরিক্সা ও সিএনজি থামানোর জন্য কোন জায়গা না থাকায় রাস্তার মধ্যে ঝুঁকি নিয়ে ওঠা নামা করতে দেখা গেছে। এসময় অনেককে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারা হতে দেখা গেছে।এসময় কয়েকজন অভিভাবক ক্ষোপ প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষার মান অনেক ভালো। তাই তাদের সন্তানকে এখানে ভর্তি করিয়েছেন তারা। কিন্তু যানবাহন দাঁড়ানোর জন্য কোন নির্ধারিত স্থান না থাকায় সন্তানকে নিয়ে রাস্তাতেই নামতে হচ্ছে। তাই কখন যে দূর্ঘটনা ঘটে যায়, এনিয়ে আতংকে রয়েছি। দূর্ঘটনা আতংকের মধ্যেই ছেলেমেয়েদের নিয়ে যাতায়াত করছেন তারা। শিক্ষার্থীদের নিরাপদে গাড়ীতে ওঠানামা করার জন্য রাস্তার পাশে যানবাহন দাঁড়ানোর ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা। স্মার্ট একাডেমির অধ্যক্ষ ড. মোঃ জাকির হোসাইন বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজের দাবীর প্রেক্ষিতে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে গাড়িতে (সিএনজি, অটোরিকশায়) উঠানামার ব্যাবস্থা করতে রাস্তার পাশে ২ ফুট জায়গায় মাটি ভরাট করেছি। প্রশাসনের আপত্তি থাকায় আমরা দেয়াল ভেঙ্গে পেলেছি।স্মার্ট একাডেমির চেয়ারম্যান মাজহারুল ইসলাম বাবলু বলেন, আমাদের প্রতিষ্ঠানটি রামগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় রাস্তার মধ্যেই গাড়ি থেকে নামতে ও উঠতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। যেকোন সময় ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। দূর্ঘটনা আতংকে নিয়মিত চলাচল করছে তারা। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা ভেবে দূর্ঘটনা এড়াতে এখানে রাস্তার পাশে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের উঠা নামার ব্যাবস্থা করতে চেয়েছি।নিরাপদ সড়ক চাই আন্দোলনের রামগঞ্জ উপজেলার সদস্য সচিব মোঃ সেলিম হোসাইন বলেন, শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরাপদে গাড়ীতে ওঠা-নামার জন্য স্কুলের পার্শবর্তী রাস্তার পাশে গাড়ী থামানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী করেন তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post