শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নিরব মন্ডল (১৩) হত্যার ঘটনায় ৫ জন ছাত্রকে আটক করা হয়েছে।
নিহত নিরব গুটুদিয়ার শেখর মন্ডলের ছেলে এবং একই
বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
ঘটনায় আটককৃতরা হলো, একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও গুটুদিয়ার মৃত
শহীদুল সৈয়দের ছেলে সোহেল মোল্লা (১৫), জিলের ডাঙ্গার পংকজ মন্ডলের ছেলে
পিতু মন্ডল (১৪), গুটুদিয়ার প্রকাশ রায়ের ছেলে ও একই বিদ্যালয়ের ১০ম
শ্রেণির ছাত্র হিরক রায় (১৫), তেলিখালীর অনিমেষ রায়ের ছেলে পিয়াল রায়(১৫)
ও গুটুদিয়ার ক্ষিতিশ মন্ডলের ছেলে দ্বীপ মন্ডল (১৩)।
ঘটনায় ডুমুরিয়ার থানা পুলিশে ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী জানাযায়,আটককৃতরা মোটা অংকের মুক্তিপণের আশায় প্রায় একমাস আগে থেকে নিহত নিরবকে অপহরণের পরিকল্পনা করে। এরপর সর্বশেষ তারা তাকে বিদ্যালয়েরই পরিত্যক্ত
ভবনে নিয়ে গলায় রশি পেচিয়ে হত্যার পর পুরনো কাপড়-চোপড় দিয়ে ঢেকে রেখে নিরবের পিতা শেখর মন্ডলকে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুর দেড় টা থেকে ৩ টার মধ্যে তাকে হত্যা করা হতে পারে। ঘটনায় প্রাথমিকভাবে ৫ জনকে
আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post