মুহাম্মদ রুমান দেওয়ান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলার আসামি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সিদ্ধিরগঞ্জ এলাকায় যাত্রীবাহী এক বাস থেকে গ্রেফতার করা হয়। মামুন তাবলীগ জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাচ্ছিল। গতকাল আদমজীনগর র্যাব- ১১ এর প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
মিডিয়া কর্মকর্তা জানান, উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। মামলায় সম্পৃক্ত আছে এমন সংবাদের ভিত্তিতে শিমরাইল এলাকার চিটাগাং রোডে খাগড়াছড়িগামী বাস হতে আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে (৪০) গ্রেফতার করা হয়।
তিনি বরিশাল জেলার সদর থানার চর মোনাই গ্রামের আব্দুর রহিমের পুত্র। জামাই মামুন দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিল। গতকাল তাকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। আদালত আগামী রবিবার মামলার রিমান্ড শুনানির দিন ধার্য্য করে আসামীকে হাজতে প্রেরণ করেছে।

Discussion about this post