দুটি স্টেশন দিয়ে জেলেদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বনবিভাগ। সাতক্ষীরা রেঞ্জের দু’টি স্টেশন দিয়ে সুন্দরবনে প্রবেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারী থেকে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সুন্দরবনে প্রবেশে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিসংখ্যন কার্যক্রম শেষ হলেই আবার স্বাভাবিক হবে প্রবেশ কার্যক্রম।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ ইকবাল হোসাইন চৌধুরী জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ও কদমতলা স্টেশন দিয়ে জেলেদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মূলত বাঘ গণনার জন্য ক্যামেরা বসাতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ কার্যক্রমের জন্য সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকার সর্বস্তরের মানুষদের সচেতনতা কার্যক্রমও পরিচালনা করেছে। সব মানুষের সমন্বিত সহযোগিতায় এ পরিসংখ্যন কাজ সফল হবে বলেও জানান এ কর্মকর্তা।
তিনি আরও জানান, সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের মধ্যে কোবাদক ও বুড়িগোয়ালীনি স্টেশন দিয়ে জেলেরা সুন্দরবনে যেতে পারবেন। ক্যামেরা বসানোর কাজ শেষ হলে অপর দু’টি স্টেশন দিয়ে সুন্দরবনে প্রবেশ করা যাবে।
পরিসংখ্যন বা গণনা কার্যক্রম পরিচালনাকালে বনের বিভিন্ন এলাকায় এমন নিষেধাজ্ঞা আসা খুব সাধারণ ব্যাপার বলেও জানান বন বিভাগের এ কর্মকর্তা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৫ ফেব্রুয়ারী ২০২৩

Discussion about this post