প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহারের লক্ষ্যে এবং নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে ফলন বৃদ্ধির উদ্দেশ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১২হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভৃট্টা,সরিষা, সূর্যমুখী,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,মুগ,মসুর,খেসারী,
গমবীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আলী আহমেদসহ উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আসা উপকার ভোগী কৃষক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষক কে অধিক পরিমাণে ফলনে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ নভেম্বর ২০২৩

Discussion about this post