দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ১৮জন প্রতিবন্ধীর মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও দৌলতপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাঈদ। এছাড়াও একই সময় দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও ফুটবলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

Discussion about this post