হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির বিজয় অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এই বিজয় মিছিল সফল করতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এই বিশাল বিজয় মিছিল বের করা হয়।
মিছিলটি তারাগুনিয়া থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দৌলতপুর থানার সামনে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা,উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Discussion about this post