কুষ্টিয়ার দৌলতপুরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ময়রামপুর মানবকল্যাণ সংগঠন। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রমপুর ফুটবল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও ড. ফজলুল হক গার্লস কলেজের সহযোগি অধ্যাপক এস এম ওয়াজেদ আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মাহাতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান।
এলাকার ২০০জন শীতার্থ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এরপর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৭০জন শিক্ষার্থী নিয়ে মেধা অন্বেষন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুই গ্রুপের ৩জন করে ৬জন মেধাবী শিক্ষার্থীকে পুরুস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও এ এফ মোস্তফা কামাল।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ জানুয়ারি ২০২৪

Discussion about this post