মো. ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টা থেকে এক ঘন্টা ব্যাপি বিক্ষোভকালে তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এছাড়াও ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষক-শিক্ষার্থীরা। বুদ্ধিজীবী চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অ্যাকাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে প্যারিস রোডে জড়ো হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে যান। বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান নেন।
মহাসড়ক অবরোধকালে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই ‘, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের শাস্তি, মৃত্যু! মৃত্যু!’, ‘We Want Justice’, ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয় চারপাশ।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। কুমিল্লার তনু থেকে শুরু করে আজকে আছিয়ার ধর্ষণ; কিন্তু আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষকের পরিপূর্ণ শাস্তি কার্যকর করতে পারেনি। এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। আমি এই ইন্টেরিম গভর্নমেন্টকে বলে দিতে চাই আপনারা যদি ধর্ষকের শাস্তি দিতে না পারেন তাদের জনগণের হাতে ছেড়ে দেন। আমার মা বোনের ধর্ষকের শাস্তি নিশ্চিত করবো।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া আর একজন সালাউদ্দিন আম্মার বলেন, নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ দাবি যতদিন পুরণ হবে না ততদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন চলমান থাকবে। আগামীকাল সোমবার সকাল ১১টার সময় বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেন তিনি।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post