রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে নামা শিকারপুর গ্রামে শর্ট-সার্কিটে আগুন লেগে বসত বাড়ি ভস্মিভূত হয়। এ সময়ে বাড়ীতে রক্ষিত ২শ’ মন ধান ১শ’ ২০ মন চাউলসহ প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ছাই হয়ে যায়।
রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা দুপুর ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রথমে এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ১০ মিনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত বসবাস কারি রুহুল আকন্দ জানান।আমি বাসায় ছিলাম হটাৎ করে, ভাবি বাচ্চা কোলে দোতালা থেকে নেমে এসে বলে আগুন লেগেছে আমি গিয়ে দেখি দুই তিন মিনিটের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকান্ডে ৪টা ফ্রিজ, চাতালে থাকা ২শ’ মন ধান, ১শ’ ২০ মন চাউল নগদ ৫০ হাজার টাকা ৪ ভরি সোনাসহ আমাদের মোট ৯ টা ঘর পুরে ছাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। নওগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিট চেষ্টা চালিয়য়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
আর//দৈনিক দেশতথ্য//১৯ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post