রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি : নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। আজ রোববার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন-নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। নওগাঁ জেলা প্রশাসন ও নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস এর আয়োজন করে।
নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব এর সভাপতিত্বে নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, সদর উপজেলা নিবার্হী অফিসার ইবনুল আবেদীন বক্তব্য রাখেন।
মেলায় ভূমি অফিসের তিনটি স্টল অংশ নিয়েছে। যেখানে বিনামুল্যে সেবাগ্রহীতারা নামজারির আবেদন করতে পারবেন। এসময় ভূমি সেবা গ্রহীতাদের মাঝে নামজারি খতিয়ান ও খাস জমির লীজ নবায়ন রশিদ প্রদান করা হয়।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

Discussion about this post