নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের প্যারীমোহন সাধারন গ্রন্থাগার চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে গ্রন্থাগার হলরুমে আয়োজিত আলোচনা সভায় বৈশাখী টেলিভিশনের সাফল্য কামনা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাশিদুল হক।
দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী বকু। স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক। আলোচনা সভা শেষে কেক কেটে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
নওগাঁ ইউনাইডেট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সালেহ মাসুদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বদলগাছী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু জার গিফারী, এখন টেলিভিশনের প্রতিনিধি আব্বাস আলী, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি রাশেদুজ্জামান, বণিক বার্তা ও ঢাকা পোস্টের প্রতিনিধি আরমান হোসেন রুমন, যায়যায়দিনের প্রতিনিধি রুহুল আমিন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আসাদুজ্জামান,প্রতিদিনের সংবাদদের প্রতিনিধি আব্দুর রাকিব, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আহসান হাবীব, প্রথম সূর্যোদয়ের প্রতিনিধি শাকিল আহমেদ,জনতার ইশতেহারের প্রতিনিধি আশরাফুল ইসলাম,ভোরের চেতনায় ভ্রাম্যমাণ প্রতিনিধি নুর ইসলাম, অগ্নিশিখার প্রতিনিধি রানা সরদার,নাগরিক সংবাদের প্রতিনিধি সাইফুল ওয়াদুদ,সমাচারের সদর প্রতিনিধি জুয়েল, অগ্নিবাণীর প্রতিনিধি ইমরানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post