ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নান্দাইল ডায়াবেটিক হাসপাতালে ১১০ জন সেবা গ্রহীতার ডায়াবেটিক পরীক্ষা করা হয়। তাদের প্রত্যেকের রক্ত (খাবার আগে ও খাবারের দুইঘন্টা পরে)দুইবার করে রক্ত পরীক্ষা করা হয়।
নান্দাইল ডায়াবেটিক সমিতি ও উপজেলা হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো,হাসান মাহমুদ জুয়েল।
এসময় আরো উপস্থিত ছিলেন,বিএমএ ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ডাঃ মোঃ মতিউর রহমান ভূঞা,নান্দাইল ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ফকির,সহ সভাপতি ডাঃ মোঃ তাজুল ইসলাম খান, কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির,প্রেসক্লাব নান্দাইল এর সভাপতি সাংবাদিক হান্নান মাহমুদ,মোঃ আসাদুজ্জামান,সোহাগ আকন্দ,শরিফুল আলম, বিকাশ চন্দ্র,কোষাধ্যক্ষ স্বপন কুমার সাহা প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি হাসান মাহমুদ জুয়েল বলেন,নান্দাইল ডায়াবেটিক হাসপাতালের স্বপ্নদ্রস্টা মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।তার ঐকান্তিক প্রচেস্টায় নান্দাইল ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে।”এর ফলে আজ মানুষ বিনামূল্যে হাসপাতাল থেকে সেবা
গ্রহণ করছেন।
আলোচনা সভা শেষে ডাঃ মোহাম্মদ ইব্রাহীম এঁর আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post