নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
নেছারাবাদে সাড়ে তিন কেজি গাজা সহ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতা হলেন, উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭নং ওয়ার্ড দেলোয়ারা বেগম(৫০) নামে এক নারী ও তার ছেলে মো: বেল্লাল হোসেন(৩০), মেয়ে মোসাৎ: জাহিদা আক্তার স্বর্না(২৮)।
শুক্রবার মধ্য রাতে থেকে ওই নারীর স্বামী মাদক ব্যবসায়ি মো: জহিরুল হকের ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ি জহিরুল হক কৌশলে পালিয়ে যায়।
পুলিশ পলাতাক জহিরুল হক সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে শনিবার দুপুরে তিনজনকে পিরোজপুর আদালতে প্রেরন করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদে জানতে পারেন ওই গ্রামে রাতে মাদক কেনা বেচা চলছে। এসময়, নেছারাবাদ থানার মিয়ারহাট বাজারে টহলরত পুলিশ পূর্ব সোহাগদল গ্রামের ৭নং ওয়ার্ডে জহিরুল হকের ঘরে তল্লাশি চালালে ৩ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করেন।
পরে শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পিরোজপুর কোর্টে প্রেরণ করেন।
নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ি। তাদের বিরুদ্ধে থানায় আরো মাদক মামলা আছে। জামিনে বেরিয়ে এসে পূনরায় মাদক ব্যবসা করে আসছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post