খুলনার পাইকগাছায় বালুবাহী ট্রলিচাপায় রফিকুল ইসলাম (৫২) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এসময় তার একটি পা দুমড়ে-মুচড়ে ও পেটের নাড়ি-ভুড়ি বেরিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুর পৌনে ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকায়। আহত রফিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কাশিমনগর গ্রামের মৃত বাবু মোড়লের ছেলে রফিকুল বাড়ির সামনে রাস্তার পাশে মসজিদের গায়ে হেলান দিয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় কপিলমুনির দিক থেকে পূর্বকাশিমনগর গামী বালুভর্তি একটি দ্রæতগামীর ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে মসজিদের ওয়ালের সাথে চেপে ধরে। এসময় ট্রলির একছেল ভেঙ্গে ও সামনের চাকা খুলে যায়। ঘটনায় রফিকুলের একটি পা দুমড়ে-মুচড়ে যায় এবং পেটের নাড়ী-ভুড়ি বেরিয়ে আসে। তাৎক্ষণিক বাড়ির লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন। রফিকুল স্থানীয় কাশিমনগর বাজারের শেখ রবিউল মেম্বরের মীম এন্টারপ্রাইজের মুহুরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ট্রলির মালিক উপজেলার উত্তর সলুয়ার মোসলেম শেখ’র ছেলে সালাউদ্দীন শেখ এবং এর চালক নোয়াকাটির ইয়াছিন আলী।
স্থানীয় ডা: গোলাম মোস্তফা জানান, তার অবস্থা আশংকাজনক।
আর// দৈনিক দেশতথ্য//১৯ মে-২০২২//

Discussion about this post