মীর আনোয়ার হোসেন টুটুল:
দীর্ঘ প্রতিক্ষার পর দুর্ভেগের অবসান হতে চলছে। অবশেষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরে কুমুদিনী হাসপাতাল সংলগ্ন সাহাপাড়া বাবু বাজারের উত্তর পাশে লৌহজং নদীর উপর নিরাপদ পাকা সেতু নির্মান হচ্ছে।
এখানে পাকা ব্রিজ নির্মান না হওয়ায় খেয়া নৌকায় ও বাঁশের সাঁকোয় ঝুঁকির মধ্যে এলাকাবাসিদের পারাপার হতে হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পৌরসভার ভিতরে গুরুত্বপুর্ন পয়েন্টে পাকা সেতু নির্মান না হওয়ায় এ যেন বাতির নিচেই অন্ধকার।
এদিকে আজ সোমবার (১৪ জুলাই) এলাকাবাসি ও কুদুনী পরিবারের সদস্যদের নিয়ে মির্জাপুর সাহাপাড়া গ্রামে দানবীর আরপি সাহার বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এখানে নিরাপদ পাকা সেতু নির্মানের সিদ্ধান্ত হয়। কুমুদিনী পরিবারের কর্নধার শ্রী রাজিব প্রসাদ সাহাসহ কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর কর্মকর্তাগন নিরাপদ পাকা সেতু নির্মানের একমত পোষন করে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মানের জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। এ সময় শ্রী রাজিব প্রসাদ সাহা ছাড়াও কুমুদিনী পরিবারের সদস্য রুদ্র প্রসাদ সাহা, জি এম রণজিৎ সাহা, স্বপন কুমার পোদ্দার, ডা. অনুপম পোদ্দার, সহযোগি অধ্যাপক বিশ^জিৎ সাহা, অনিমেশ ভৌমিকি লটন, এলাকাবাসির মধ্যে সালাউদ্দিন ডন, চিত্রশিল্পি হুমায়ুন কবীর, উত্তম সাহা ও সাবেক কাউন্সিলর তাপস সাহা উপস্থিত ছিলেন। এই খবরে এলাকায় আনন্দ ছড়িয়ে পরেছে।
মির্জাপুর সাহাপাড়া বাবু বাজার-কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর ঘাটে গিয়ে দেখা গেছে পারাপারে মানুষের দুর্ভোগের চিত্র। ভুক্তভোগিদের অভিযোগ, টাঙ্গাইল, ঢাকা ও মানিকগঞ্জ জেলার কয়েক লক্ষাধিক মানুষ মির্জাপুর বাবু বাজার-কুমুদিনী হাসপাতাল রোড দিয়ে যাতায়াত করে আসছে। গুরুত্বপুর্ন এই রোডের লৌহজং নদীর সাহাপাড়া বাবু বাজার- কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মান এলাকাবাসির দীর্ঘ দিনের দাবী। তাদের সে দাবী উপেক্ষিত। একটি পাকা সেতু না হওয়ায় সাহাপাড়া, কুতুববাজার, আন্ধরা, সরিষাদাইর, মুসলিমপাড়া, ভাওড়া ইউনিয়ন, বহুরিয়া ইউনিয়ন, ওয়ার্শি ইউনিয়ন, ভাতগ্রাম ইউনিয়ন এবং মির্জাপুর পৌরসভাসহ দক্ষিানাঞ্চলের তিনটি জেলার দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে সাহাপাড়া একটি ব্যবসায়িক কেন্দ্র। পাকা ব্রিজ না হওয়ায় বর্ষাকালে খেয়া নৌকা ও শুকনো মৌসুমে নরবরে বাঁশের চালির উপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করছে। ঝুঁকির মধ্যে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ্য রোগীদের নিয়ে পরেন বিপাকে। অনেকে রাস্তায় মারা যান। নদীর দুই পাশে অপরিকল্পিত ভাবে ব্লক ফেলায় পারাপার আরও ঝুঁকিপুর্ন হয়ে পরেছে।
ব্যবসায়ী সালাউদ্দিন ডন বলেন, উপজেলা সদরে রয়েছে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা, মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজ, কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ^রী হোমস. উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজ, আলহাজ¦ শফিউদ্দিন মিঞা জুনিয়র স্কুল, আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী ঝুঁকির মধ্যে ৩-৪ কিলোমিটার ঘুরে যাতায়াত করছে। তাদের দুর্ভোগের শেষ নেই। দক্ষিণ মির্জাপুরবাসি কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা সেতু নির্মানের দাবী জানিয়ে লিফলেট বিতরণ, ফেস্টুন ও দেয়ালে দেয়ালে ব্যানার দিয়েছেন। উত্তম সাহা ও মারুফ হোসেনসহ শতাদিক এলাকাবাসি বলেন, কুমুদিনী পরিবারের আমাদের দাবী মেনে নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে এখানে নিরাপদ পাকা সেতু হবে। আমরা কুমুদিনী পরিবারের নিকট কৃতজ্ঞ।
এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাসুদুর রহমান বলেন, সাহাপাড়া বাবু বাজার এলাকায় লৌহজং নদীর উপর একটি পাকা সেতু নির্মান সময়ের দাবী হয়ে উঠেছিল। বিষয়টি তারা প্রশাসেনর উর্ধ্বতন কতৃপক্ষসহ কুমুদিনী পরিবারকে জানিয়েছিলেন। কুমুদিনী পরিবার নিরাপদ পাকা সেতু নির্মানের দাবী মেনে নিয়েছেন। এখন আর সেতু নির্মানের জন্য কোন বাঁধা থাকলো না। দ্রুত সময়ের মধ্যে নিরাপদ সেতু নির্মান হবে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌাশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, মির্জাপুর পৌরসভার সাহাপাড়া বাবু বাজার সংলগ্ন লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল সংলগ্ন একটি পাকা সেতু নির্মান অতি জরুরী হয়ে পরেছিল। এলাকার জনগনের দুর্ভোগের চিত্র তুলে ধরে বিষয়টি কুমুদিনী পরিবার ও উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছিলেন। কুমুদিনী পরিবার দাবী মেনে নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এখানে নিরাপদ সেতু নির্মানের ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post