পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ পাটগ্রাম উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিক্ষক সমিতি( মাধ্যমিক) এর আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় সামাজিক অঙ্গীকার। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫ সেপ্টেম্বর পাটগ্রামে শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসক নুরুল ইসলাম।
গুনীজন ও সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটগ্রাম টি এন্ড স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক এ বি এম নাদিরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহবুবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ( ভারপ্রাপ্ত) পি এম মামুনুর রশীদ, এসময় উপস্থিত এবং বক্তব্য রাখেন পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু,পাটগ্রাম বিএম কলেজের অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু,পাটগ্রাম টি এন্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মমিনুল হক কোয়েল, আউলিয়ারহাট মাদ্রাসার সুপার আসাদুজ্জামান, পাটগ্রাম ধবলসতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, কালীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, এম,এ ইসলামী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম,ধবলগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান, বৈরাগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা মিথুন, ১ নং জোংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীম আরা রত্মা,বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিয়ার রহমান,বুড়িমারী আলীমুদ্দীন ছবুর উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদ এ আক্তার জাহান,কাউয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার ভৌমিক প্রমুখ।শেষে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান কর হয়।

Discussion about this post