রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা বিএনপি।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মনম্মথপুর ইউনিয়নের গরুডাঙ্গা আবাসন প্রকল্প এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে টিনসেডের ১০টি বাড়ি ভস্মীভূত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।মানবিক এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা বিএনপি।
দলটির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, ২নং ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম নান্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সহায়তা প্রদানকালে বিএনপির নেতারা বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”স্থানীয়রা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুঃসময়ে এই সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আরও উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

Discussion about this post