পুলিশ দেখেই পিছু হটে উল্টো পথে ছুটতে থাকে মিছিল
সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় মিছিল ও আলোচনা সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার(২০ আগস্ট) দুপুরে বরগুনা জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দল। পরবর্তীতে সেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলটি বরগুনা পৌর মার্কেটের সামনে আসলে পুলিশ দেখেই আবার উল্টো পথে ঘুরে যায় মিছিলটি। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের মিছিলটি উল্টো দিকে ঘুরে যাওয়ার নির্দেশনা দিতেও দেখা যায়।
এরপর জেলা বিএনপি কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন তালুকদার। উক্ত আলোচনা অনুষ্ঠানে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারন সম্পাদক সহ জেলা উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করি এবং বরগুনা পৌর সুপার মার্কেটে সামনে থেকে ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ করি। তিনি আরও বলেন আমরা পুলিশে দেখে ভয় পেয়ে মিছিল উল্টো দিকে নেই নি। পুলিশ দেখে ভয় কোনো পাবো।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা যাতে বিশৃঙ্খলা করতে না পারে এজন্য সতর্ক অবস্থানে ছিল বরগুনা থানা পুলিশ। এসময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার নেতাকর্মীরা সদর রোডে একটি মিছিল বের করেন। পরে পৌর সুপার মার্কেটের সামনে পুলিশ দেখেই মিছিলটি উল্টো পথ ধরে আবার জেলা বিএনপি কার্যালয়ে ফিরে যায়। এখানে মিছিলে আমরা তাদের কোন প্রকারের বাধা প্রদান করিনি।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post