রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী : ঘূর্ণিঝড় রিমেলের তান্ডবে পটুয়াখালীর বাউফলে ঘর চাপায় করিম(৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
তার বাড়ি পটুয়াখালী বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামে। তিনি ভিক্ষা করতেন। শিল্পী নামের তার একটি মেয়ে আছে।
বাউফল পৌরসভার ৯ নং ওয়ার্ডের উপজেলা পরিষদ এলাকার কাছে এ ঘটনা ঘটেছে।
ঘরটির মালিক বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকাদার। তিনি ঢাকায় থাকেন। ধারণা করা হচ্ছে গত কাল(২৬ মে) রবিবার রাতে ঝড়ের সময় ওই ভিক্ষুক রাস্তার পাশে পরিত্যক্ত ঘরে আশ্রয় নেয় এবং রাতে যে কোন সময় ঘর চাপা পরে তিনি মারা যান।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বাউফলের ইউএনও মো. বশির গাজী খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন। লাশ উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশের পরিচয় পাওয়া গেছে। আনুষ্ঠানিকতা শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post