মেহেরপুর জেলা ক্রীড়া অফিস হ্যান্ডবল টুর্নামেন্টে সদর উপজেলার বামনপাড়া বটতলা একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় বামনপাড়া বটতলা একাদশ ৮-৪ গোলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে বামনপাড়া বটতলা একাদশ আরও ৬ টি গোল করে খেলার জয় নিশ্চিত করেন। খেলায় বিজয়ী দলের পক্ষে শিশির ৩ টি,অমল ১ টি, উজ্জল ৪ টি গোল করেন। জোড়পুকুরিয়ার পক্ষে রোকন ২টি, শান্ত ও সৌরভ একটি করে গোল করেন। খেলা শেষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post