মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর ও প্রখ্যাত বংশী বাদক প্রয়াত বারী সিদ্দিকীর ৬৮তম জন্মদিন উপলক্ষ্যে স্মরণ সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের পক্ষ থেকে জাগ্রত’র চেয়ারম্যান ও জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলমকে গুণীজন সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে প্রয়াত শিল্পীর ৬৮তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও চলচ্চিত্রের সুপার হিরো ডি.এ তায়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সংগীতানুরাগী ফিরোজ হায়দার খান।
বারী সিদ্দিকী সম্পর্কে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন বরেণ্য গীতিকার দেলোয়ার আরজুদা শরফ, মো: সেলিম রেজা, মোঃ জাফর আলী খান, মীর গোলাম ফারুক এ.আর খান আখিঁর, হোসাইন রুনু, কন্ঠশিল্পী ও চিত্র নায়ক রাশেদ মোর্শেদ, শাহ নেওয়াজ খান, আবুল হোসেন মজুমদার, তাশিক আহম্মেদ ও শেখ আলী আশরাফ ফারুক প্রমুখ।
বা// দৈনিক দেশতথ্য// ১৭ নভেম্বর//

Discussion about this post