শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়াম এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগীয় ) ও সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান সদস্য জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। সভাপতিত্ব করেন মোস্তাফা সলাউজ্জামান ওপেল সভাপতি পাটগ্রাম পৌর বিএনপি। সম্মেলনে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ।
প্রধান অতিথি সাবেক উপমন্ত্রী দুলু তার বক্তব্যে আওয়ামীলীগের নেতা কর্মী, ১৫ বছরের সরকার পরিচালনা ও শেখ হাসিনার নানা সমালোচনা করে বলেন, আওয়ামীলীগের আজকের এই অবস্থা তাদের কৃতকর্মের ফল।
তিনি নির্বাচন প্রসঙ্গে কথা বলেন, নির্বাচনের পরিবেশের সৃষ্টি করার দায়িত্ব বিএনপির। আপনার বিশৃঙ্খলা করলে নির্বাচন পিছিয়ে যাবে। আপনার ১৮ বছর ধৈর্য ধরেছেন আর কিছুদিন ধৈর্য ধরেন। আর যদি বিশৃঙ্খলা করেন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন । দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রয়োজনে প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথা বলেন। দেশে এই মূহুর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মত পরিবেশ নেই। তাই বিএনপি বর্তমান তত্বাবোধায়ক সরকারকে কিছুদিন সময় দিয়ে চায়।

Discussion about this post