বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে থেকে ৭০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে যশোর র্যাব-৬ এর দপ্তর থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গতকাল বিকেলে বেনাপোলের পুটখালী গ্রামের জনৈক এক ব্যক্তির আম বাগানের সীমান্ত ঘেষা ইছামতি নদীর ধারে অভিযান চালিয়ে পুটখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ নয়ন হোসেন (২৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২১) কে গ্রেফতার করে।
র্যাব জানায়, যশোর র্যাব-৬ এর নিয়মিত টহল দলের সদস্যরা টহল দিচ্ছিল। এ সময় দুইজন ব্যক্তিকে ভারত থেকে কয়েকটি বস্তা নিয়ে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। এ সময় তাদেরকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়। পরে ওই বস্তাগুলোর মধ্য থেকে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
যশোর র্যাব – ৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আজ দুপুরে গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post