আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে বুধবারও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভালুকা পৌরসভার সনাতন ধর্মাবলম্বী প্রায় দুই হাজার পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বনিক, পৌর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন, ছায়েফুজ্জামান খান ফয়সাল, আমিনুল ইসলাম পাপ্পু, মঞ্জুরুল হক ও মো. আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post