জাহিদ হাসান
সারা দেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসন ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন।
গতকাল মঙ্গলবার (৫শে আগষ্ট) সকালে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এর নেতৃত্বে গোডাউন মোড় থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি র্যালীতে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বিশু, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক ও রেল বজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা কলেজের সাবেক ভিপি আবু নুরুউদ্দিন নুরু, যুগ্ম আহবায়ক জাহিদুল রহমান রঞ্জু, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, সাবেক উপজেলা ছাএদলের সভাপতি ও সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল আলম রােকন, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও আসাদুজ্জামান মিঠু, বাহিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার সোহেল রানা ভূঁই বাবু, ধরমপুর ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পলাশ শেখ, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল, পৌর শাখার যুগ্ম আহবায়ক রাব্বি শেখ সহ যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা।
এছাড়াও ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নিবাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপি,র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা – মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থা ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

Discussion about this post