জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষনার্থীদের সনদপত্র ক্রেষ্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমান আলী, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামসেদ আলী, ঊষা যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক আতিক হাসান প্রমূখ।
যুব উন্নয়নের কাজের সাফল্যের জন্য বিভিন্ন সংঠনের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

Discussion about this post