জাহিদ হাসান:
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৬শে সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভেড়ামারা বাস স্ট্যান্ডে সমাবেশের আয়োজন করে।
উক্ত সমাবেশে ভেড়ামারা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ রুস্তম আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির, কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর) আসনের নমীনী ও মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা-সংস্কৃতি, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মাওলানা নুরুল আমিন জসীম।
ভেড়ামারা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তারিক আহমেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা শাখার সেক্রেটারি রুস্তম আলী, উপজেলা বাইতুল মালের সেক্রেটার তারেক রহমান, ভেড়ামারা চাঁদগ্রাম ইউপির আমীর মাওলানা রবিউল ইসলাম,
বাহিরচর ইউনিয়ন আমীর মোহাম্মদ শফিকুল আলম, সেক্রেটার ডাঃ আলী হোসেন, ধরমপুর ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম, মোকারিমপুর ইউনিয়ন আমীর মাওলানা সাইদুল ইসলাম, বাহাদুরপুর ইউপির আমীর আব্দুল আহাদ, জুনিয়াদহ ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, পৌর শাখার আমীর মোঃ হাবিবুর রহমান, পৌর শাখার সহ সেক্রেটার ইমদাদুল হক সাগর, উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের আমীর মোঃ শফিকুল আজম, উপজেলা ছাত্র শিবিরের আমীর মোঃ মুরসালিন প্রমূখ।

Discussion about this post