কুষ্টিয়ার মিরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসাদের সমন্বয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নাগরিক কমিটির সভাপতি সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাসের নেতৃত্বে কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ দেবাশীষ পাল, জেনারেল হাসপাতালে মেডিসিন কনসালটেন্ট ডাঃ এ এস এম মুসা কবির, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাঃ সোহেল আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ রাজিবুল হাসান, ডাঃ মাহমুদুল হক, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ নাফিজ শাহরিয়ার, গাইনী বিশেষজ্ঞ ডাঃ উম্মে সুমা আরিফা গতকাল শনিবার দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময়ে বিশেষজ্ঞ চিকিৎসা দলটি বিভিন্ন বয়সের প্রায় আট শতাধিক রোগীর ব্যবস্থাপত্র প্রদান করেন।
এছাড়াও অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ ও শিশুদের চকলেট, চিপস, কেক বিতরণ করেন। এ সময়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আলম বিশ্বাস, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন, সদরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুম, দৌলতপুর উপজেলার উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হালসা কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পটি সার্বিকভাবে পরিচালনা করেন কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহন লাল, সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ আগষ্ট ২০২৩

Discussion about this post