কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র উদ্যোগে জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ শাহাদৎ বার্ষিকী পালিত হয়।
পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস। পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লুর পরিচালনায়, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু।
এসময় বক্তব্য রাখেন, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আল আমিন বুলবুল, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আবু দাউদ, আমলা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, ছাত্রনেতা ফরিদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, চিথলিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কটা, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান, আমলা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মজিবার রহমান, ছাতিয়ান ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কানু, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দৌলত মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক এমদাদ, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, মনোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম মনি, ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মিন্টু প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মুক্তার খান।
এছাড়াও তালবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে রানাখড়িয়া মোড়ে ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মুরাদ আলী মেম্বারের সভাপতিত্বে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক মকফর আলী কবিরাজ, সাংগঠনিক সম্পাদক শহীদ আলী সহ ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২৩//

Discussion about this post