কুষ্টিয়ার মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) সকালে উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, “দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারি সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। টেকসই উন্নয়নে সরকার দারিদ্র জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এ সময়ে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার।
কর্মশালায় অশগ্রহণকারীরা ১০টি গ্রুপে বিভক্ত হয়ে নারীর ক্ষমতায়ন, আশ্রায়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী এবং সবার জন্য বিদ্যুৎ বিষয় নিয়ে গ্রুপে ওয়ার্কের মাধ্যমে সমস্যা চিহিৃতকরণ ও প্রচারে করনীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করেন। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমামসহ বিভিন্ন পেশার ৫০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
আর//দৈনিক দেশতথ্য//১৫ জুন-২০২২//

Discussion about this post