মারফত আফ্রিদী, মিরপুর:
কুষ্টিয়ার মিরপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সাতমাইল এলাকাতে রাস্তার দুই ধারে আম, নিম, মেহগুনি, কৃষ্ণচুড়া, ইপিল ইপিল, শিশু সহ বিভিন্ন প্রজাতীয় গাছ রোপন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী গাছ রোপনের এ কর্মসূচি উদ্বোধন করেন।
রাস্তা প্রশস্ত হওয়ার কারণে দুই ধারের সমস্ত গাছ কেটে ফেলে দেয়া হয়। বর্তমানে রাস্তার দুই ধারে তেমন কোন গাছপালা না থাকায় স্থানীয় এলাকাবাসী পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপনের এ উদ্যোগ গ্রহণ করেন। বৃক্ষ রোপন সম্পর্কে কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃক্ষরোপণ আমাদের পরিবেশ ও জীবনের জন্য অপরিহার্য্য।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করা যায়, যা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য্য। বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়।
এসময় প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী বলেন, বৃক্ষরোপণ মাটির ক্ষয়রোধ করে, ভূমিধস কমায় এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে।
এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

Discussion about this post