টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহার (আরপি সাহার) ২০০শ বছরের ঐতিহ্য দৃষ্টি নন্দন পুজা মন্ডপ দেখতে ভিআইপদের পদচারনায় মুখরিত। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা, সচিব, বিচারপতি, বিদেশী কুটনৈতিকসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন কুমুদিনী কমপ্লেক্্র ও দানবীর রনদা প্রসাদ সাহার গ্রামের বাড়ি মির্জাপুরে পরিদর্শন করছেন। আজ মহানবমীতে হাজারো দর্শনার্থীদের পদভারে মুখরিত ছিল কুমুদিনী হাসপাতাল, ভারতেশ^রী হোমস এবং মির্জাপুর গ্রামের রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামন্ডপ। প্রশাসন থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। কুমুদিনী কমপ্লেক্্ের এবং আরপি সাহার গ্রামের বাড়ি মির্জাপুর সাহাপাড়া মন্ডপ ভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে। কুমুদিনী পরিবারের কর্নধার রাজিব প্রসাদ সাহা জানিয়েছেন, দানবীর আরপি সাহার ঐহিত্যকে ধরে রাখতে তাদের নানা আয়োজন করতে হচ্ছে। মন্ডপে প্রতি দিন সন্ধায় আয়োজন করা হচ্ছে ভারতেশ^রী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী এবং মির্জাপুর গ্রামের বিভিন্ন ক্লাবের শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত চলছে এসব অনুষ্ঠান।
স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, কয়েকজন কুটনৈতিক, কয়েকজন সচিব, কয়েকজন বিচারপতি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুচী রানী সাহা, মির্জাপুর উপজেরা আওয়ামীলীগের সবাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম এবং পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল মন্ডপ পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে উপজেলা উদযাপন পরিষদের মভাপতি বিকাশ গোষ্মামী ও সাধারন সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী সংকর বলেন, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরকারী নির্দেশনায় প্রতিটি মন্ডপে স্বাস্থ্য বিধি মেনে পুজা উদযাপন হচ্ছে। এ বছর বাংলাদেশের সব জেলা ও উপজেলার মধ্যে মির্জাপুর উপজেলায় সবচেয়ে বেশী ২৪৩ মন্ডপে দূর্গাপুঁজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন থেকে প্রতিটি মন্ডপে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, টাঙ্গাইল জেলার ১২ উপজেলার মধ্যে মির্জাপুরে সর্বাধিক ২৪৩ মন্ডপে দুর্গা পুঁজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পুঁজা মন্ডপে সুষ্ঠু ভাবে পুঁজা উদযাপনের জন্য প্রশাসন থেকে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার মোতায়েন রয়েছে। এ ছাড়া মোবাইল টিম সর্বদা টহলে রয়েছে বলে তিনি জানিয়েছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ অক্টোবর ২০২৩

Discussion about this post