আজ শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে মাস ব্যাপি জমজমাট ইউনিটি ওয়াইফাই ক্রীকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পাকুল্যা ইউনিটি ওয়াইফাই ও সাটিয়াচড়া আদর্শ ক্লাব এই ক্রীকেট টুনামেন্টের আয়োজক ছিলেন।
আজ শুক্রবার চুড়ান্ত খেলায় পাকুল্যার নারায়ন পাল একাদশ ক্লাব ২০ অভাবে ১৮১ রানের ব্যবধানে বাসনা মডেল মেডিসিন সপ একাদশ ক্লাবকে ২০ অভারে ১৭৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের খেলোয়াড় তুষার ম্যান অব দা ম্যাচ হয়ে পুরষ্কার লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন ক্রীকেট টুনামেন্টের প্রধান পৃষ্টপোষক ও ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মধুমতি ব্যাংকের চেয়ারম্যান মো. রাফিউর রহমান ইউসুফজাই সানি।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ডি এ মতিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাহফুজুর রহমান তালুকদার কনক, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি মো. মাকসুদুর খান ইউসুফজাই রেমন চৌধুরী, সাটিয়াচড়া আদর্শ ক্লাবের সভাপতি ও প্রধান শিক্ষক সুকুমার সাহা, সাধারন সম্পাদক মো. হুমায়ুন খালিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজাহারুল ইসলাম শিপলু, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল, মো. মামীম আল মামুন চৌধুরী ইমরান, মো. এমদাদুর রহমান খান ইউসুফজাই সোলার চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান ইউসুফজাই রিংকু, সাটিয়াচড়া আদর্শ ক্লাবের কর্মকর্তাগনসহ খেলা পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
খেলায় বিপুল দর্শকের সমাগম হয়েছিল। আয়োজক কমিটির সদস্যগন ও অনুষ্ঠানের প্রধান অতিথি রাফিউর রহমান খান ইউসুফজাই সানি জানিয়েছেন, মাদক মুক্ত সমাজ গঠন এবং এলাকার তরুন ও যুব সমাজকে সুষ্ঠুধারায় এগিয়ে নেওয়াই হচ্ছে তাদের মুল লক্ষ্য ও উদ্যেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে ফুটবল, ক্রীকেট, ভলিবলসহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে।

Discussion about this post