মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: মির্জাপুরে ঐতিহাসিক মার্চ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে মুক্তির মঞ্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনহ নানা অনুষ্ঠান পালিত হয়েছে। সকাল দশটায় উপজেলা প্রশসন, পুলিশ বাহিনী, আওয়ামীলীগ এবং বিভিন্ন সংগঠন মুক্তির মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, এসিল্যান্ড মীর্জা জুবাযের হোসেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক প্রমুখ।
অপর দিকের কুমুদিনী কমপ্লেক্সের, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়সহ মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজগুলোতে দিন ব্যাপি বঙ্গবন্ধুর ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুরষ্কার বিতরন করা হয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৭,২০২২//

Discussion about this post