ইরফান উল্লাহ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি): আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের অংশ হিসেবে একাডেমিক, কালচারাল ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে মিশরের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সোমবার (৫ মে) ঢাকাস্থ মিশরের এম্বাসিতে রাষ্ট্রদূত ওমর ফাহমী-এর সাথে ইবি উপাচার্যের সাক্ষাৎ হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে একাডেমিক কোলাবরেশনের লক্ষ্যে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, কালচারাল ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকাস্থ মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমী-এর সঙ্গে ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহের ৫ মে সোমবার ঢাকাস্থ মিশরীয় অ্যাম্বাসিতে এই সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এর আগে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আগামী পাঁচ তারিখে মিশরীয় রাষ্ট্রদূতের সাথে আমার সাক্ষাত রয়েছে। মিশরের আল আযহারের মত বড় বড় বিশ্ববিদ্যালয়ে যাতে আমাদের শিক্ষার্থীরা যেতে পারে সে বিষয়ে আলোচনা করবো। ছাত্রদের কল্যান করাই আমাদের মূল লক্ষ্য।”

Discussion about this post